ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরকে গণসংবর্ধনা দেবে ফেনী জেলা আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ওবায়দুল কাদেরকে গণসংবর্ধনা দেবে ফেনী জেলা আ’লীগ

ফেনী: নোয়াখালীর কৃতি সন্তান সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেবে ফেনী জেলা আওয়ামী লীগ।

আগামী শুক্রবার (১৮ নভেম্বর) শহরের ফেনী পাইলট হাই স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হবে বলে দলীয় স‍ূত্র জানায়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সকল উপজেলার তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।

বুধবার (০২ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে জেলা দলীয় কার্যালয়ে সংবর্ধনার প্রস্তুতি বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।

এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ‍নভেম্বর ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।