ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সৈয়দপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে আতিকুল ইসলাম ওরফে গাঠু প্রফেসর (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আতিকুল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কুঠিপাড়ার আমানুল্লার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আতিকুল শহরের বাঁশবাড়ী এলাকার মমতাজ আলীর মালিকান‍াধীন মায়া আইসক্রিম ফ্যাক্টরির তিনতলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।