সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে আতিকুল ইসলাম ওরফে গাঠু প্রফেসর (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আতিকুল শহরের বাঁশবাড়ী এলাকার মমতাজ আলীর মালিকানাধীন মায়া আইসক্রিম ফ্যাক্টরির তিনতলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি