মুন্সীগঞ্জ: আইন অমান্য করে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছয় জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেকুজ্জামান এ আদেশ দেন।
এসময় জেলেদের কাছ থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
ইউএনও মো. খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, লৌহজং ছাড়াও জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ৮০ কেজি, শ্রীনগর উপজেলা থেকে তিন কেজি ও সদর উপজেলা থেকে ২৫ কেজি মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত এসব ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/