ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মতলবে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় টিনসেড ঘরে এক্সরে মেশিন ও ল্যাবে সনদধারী টেকনেশিয়ান না থাকার দায়ে মেঘনা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নায়েরগাঁও বাজারে দীর্ঘদিন ধরে মেঘনা ডায়াগনস্টিক সেন্টারটি নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় টিনের চালার নিচে এক্সরে মেশিন ও প্যাথলজির জন্য সনদধারী লোকবল না থাকার দায়ে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।