কুমিল্লা: কুমিল্লা নগরীতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় রাস্তার পাশে ভাসমান চারটি হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা এবং হোটেলগুলো উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর কালিয়াজুড়ি, ভাটপাড়া, বিষ্ণুপুর এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সোহাগ চন্দ্র সাহা বলেন, এই ভাসমান হোটেলগুলোতে স্থানীয়রা খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের কারণে তাদের ৬ হাজার টাকা জরিমানা করে হোটেলগুলো উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ