পিরোজপুর: পিরোজপুরে কঁচা ও কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৪৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদউজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, কঁচা ও কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ১০টি নিষিদ্ধ কারেন্ট জাল ও চার হাজার মিটার ছয়টি চরগড়া জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্যে ৯ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ