ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দর প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বেনাপোল বন্দর প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এদিকে, প্রেসক্লাবের আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইউএনও আব্দুস সালম অনুষ্ঠান শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

প্রেসক্লাবের উপদেষ্টা ইয়ানুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, বিশেষ অতিথি পোর্ট থানা তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন, ইমিগ্রেশন তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান ও সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল মুন্নাফ।

আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সহ-সভাপতি এইচএম আবুল বাশার, নুরুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম শাহীন, সহ দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন বাবু, তথ্য-যোগাযোগ ও গণসংযোগ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ মল্লিক স্বপন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিপ্লব হোসেন, সহ সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইসমাইল শেখ, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, জীবন কুমার সরকার জনি, তামিম হোসেন সবুজ, হাবিবুর রহমান রিফাত, আমজাদ হোসেন টিটু, আমিনুর রহমান তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।