ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মামার প্রক্সি দিতে এসে ভাগ্নে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মামার প্রক্সি দিতে এসে ভাগ্নে কারাগারে

যশোর: যশোরে মামার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট পরীক্ষা দিতে আসায় রাকিব বিল্লাহ নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিব মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

যশোর বিআরটিএর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মণিরামপুরের রামনাথপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আকরাম হোসেনের মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট পরীক্ষায় তার ভাগ্নে রাকিব বিল্লাহ অংশ নেয়।

বিষয়টি বুঝতে পেরে রাকিবকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তিন দিনের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।