যশোর: যশোরে মামার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট পরীক্ষা দিতে আসায় রাকিব বিল্লাহ নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান এ আদেশ দেন।
যশোর বিআরটিএর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মণিরামপুরের রামনাথপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আকরাম হোসেনের মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট পরীক্ষায় তার ভাগ্নে রাকিব বিল্লাহ অংশ নেয়।
বিষয়টি বুঝতে পেরে রাকিবকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তিন দিনের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি