ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
রাজশাহীতে কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জেল হত্যা দিবস স্মরণে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  শিল্প বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য আহসানুল হক পিন্টু, এনামুল হক কলিন্স, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি অর্ণা জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব প্রমুখ।

এদিকে, জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন। সকাল ৯টায় শোকপদযাত্রা, জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও সন্ধ্যায় আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।