সিলেট: সিলেটের বিয়ানীবাজারে আব্দুল ওয়াহিদ (১৮) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) দিনগত রাতে নিহতের বাবা আব্দুল মান্নান চার জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩৪ জনকে আসামি করে মামলা করেন।
মামলার পরই অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া পাতারিয়া গ্রামের রেজাউল করিম, রাসেল আহমদ, আতিকুর রহমান ও রাজু আহমদ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান. প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কয়েকজন যুবক আব্দুল ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে বাড়ি ফেরেননি ওয়াহিদ। পরদিন সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া হাওরে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনইউ/এসআর