নেত্রকোনা: নেত্রকোনা শহরের পুকুরিয়া গ্রামে গাছের নিচে চাপা পড়ে সাধন চন্দ্র দাস (৪৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আহতাবস্থায় নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে তাকে মমেকে পাঠানো হয়।
মৃতের স্ত্রী মিনতী রানী দাস বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছের নিচে চাপা পড়ে আহত হন তার স্বামী। এ সময় সড়কের পাশে লোকজন ড্রেজার মেশিন নিয়ে বালু তোলার সময় গাছটি সাধনর শরীরে ওপর পড়ে বলে তার দাবি।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসআর