ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেক কেটে ছাগলের জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
কেক কেটে ছাগলের জন্মদিন উদযাপন

ঝালকাঠি: বরিশালে কেক কেটে একটি ছাগলের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ ঘটনা পুরো শহরে চাঞ্চল্য তৈরি করেছে।

বুধবার (০২ নভেম্বর) নগরীর বান্দরোডে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে চতুর্থ শ্রেণির স্টাফ কোয়াটার কম্পাউন্ডে জাক-জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ছাগলের জন্মদিন উদযাপন করেন ছাগলের মালিক। এজন্য তিন এক পাউন্ডের একটি কেক কাটেন।

স্থানীয়রা জান‍ায়, স্টাফ কোয়াটার সংলগ্ন চরের বাড়ি (বজলু কমিশনার বাড়ি) এলাকার প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে মো. শওকত হোসেন মন্টার দীর্ঘদিন ধরেই ছাগল লালন-পালনের শখ। তাই বুধবার তিনি ডায়না নামে একটি বছরের জন্মদিনের আয়োজন করেন।
 
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।