ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পশ্চিম কানুদাসকাঠি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুলু বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত দুলু বেগম পশ্চিম কানুদাসকাঠি গ্রামের আ. রহিমের স্ত্রী।
এদিকে, এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে।
মৃতের বোন লাইজু বেগম জানান, দুলু বেগমের স্বামী দীর্ঘদিন ধরেই ঢাকায় বসবাস করছেন। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় তিনি ভিক্ষা করে সংসার চালাতেন। অল্প কিছু জমি নিয়ে দুলুর সাথে প্রতিপক্ষ মৃত নয়ন তালুকদারের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে নয়ন তালুকদারের স্বজনরা দুলুকে কুপিয়ে জখম করেন।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মৃত মৃত নয়ন তালুকদারের স্বজন পেয়ারুনা বেগম ও লাকী বেগমকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএস/এসআর