ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডেনিয়েল বেপারি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ডেনিয়েল বরিশালের গৌরনদী নলছিড়া গ্রামের ক্ষিতিশ বেপারির ছেলে। তিনি এবি কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ডেনিয়েলের মেসের বাসিন্দা সুমন জানান, দুপুরে খাওয়া শেষে ঘুমাতে যায় ডেনিয়েল। রাত ৯টা তাকে ডাকতে গিয়ে হাত-পা বাকা অবস্থায় দেখে দ্রুত ঢামেকে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ডেনিয়েলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনটি/এসআর