আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি তুলার গোডাউনে সৃষ্টি আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (০২ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে হঠাৎ করে রফিক মোল্লার তুলার গোডাউনে আগুন দেখতে পায় গোডাউনের আশপাশের মানুষ।
পরে খবর পেয়ে ঢাকা ইপিজেডের তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনে। বর্তমানে চলছে ডাম্পিং। তবে এখনো বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠছে।
ডিইপিজেডের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, রাতে হঠাৎ করে তুলার গোডাউনের আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি জানান, পুরো গোডাউন তুলাভর্তি ছিল, তাই আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসআর