বগুড়া: বগুড়া শহরে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মুরাসালিন (১৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মুরাসালিন সদর উপজেলার মালগ্রাম ডাবতলার জাকির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মুরাসালিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এসএইচ