ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ফেনীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

ফেনী: ফেনীতে ফেনসিডিল-ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

 

এ সময় ২১ বোতল বিয়ার, ৩২ বোতল ফেনসিডিল ও ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোয়ার কাছাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা  হলেন- জোয়ার কাছাড় এলাকার আবদুল কুদ্দুসের ছেলে সরোয়ার হোসেন বেলাল (২৮), আবদুল মিয়ার ছেলে আব্দুল করিম (৩০) ও আবদুল হাইয়ের ছেলে আতাউর রহমান (২৫)।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‍লিয়ে তাদের তিনজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।