লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে অস্ত্রসহ সুজন মিয়া (৩৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সুজন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের শামছুল আলমের ছেলে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ২৫ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবাসহ সুজনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/পিসি