ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান বলেছেন, কল্প-কাহিনী পড়লে কল্পনার জগত বিস্তৃতি হয়। কিন্তু নন-ফিকশন বই পড়লে মেধার জগত বিস্তৃতি হয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে নন-ফিকশন বইমেলা-২০১৬ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ বইমেলার আয়োজন করে।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্যে রাখেন বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ।
বইমেলা প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, নন-ফিকশন বই একটি নতুন ধারার আয়োজন। এটি বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়ে অনুঘটক হিসেবে কাজ করবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এসকেবি/আরআইএস/এসএইচ