নারায়ণগঞ্জ: লাইসেন্স দেখাতে না পারায় ও প্যাথোলজি রুম বন্ধ করে পালিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সেন্ট্রাল জেনারেল হসপিটাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বাংলানিউজকে বলেন, সেন্ট্রাল জেনারেল হসপিটাল অ্যান্ড মেডিকেল সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জিপি/এটি