ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বগুড়ায় ফাঁপোড় ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফাঁপোড় ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মহররম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী ও উপ-পরিদর্শক (এসআই) হারুন।
 
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রুবেল উদ্দিন মন্ডল, আমিনুল ইসলাম, আশেকুর রহমান, সাদেক আলী, মুক্তার হোসেন, গাজিউল, মান্নান, আনোওয়ার হোসেন, জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বকুল,খালেদা বেগম, আশরাফুন বেগম, রুলিফা বেগমসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরঅাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।