ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে সাতজনকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সাতটি গোডাউন থেকে প্রায় দুই কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিটফোর্ডের রহিম মেডিসিন মার্কেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যেগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম।
সরওয়ার আলম বাংলানিউজকে জানান, রহিম মেডিসিন মার্কেটের সাতটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের মধ্যে রয়েছে জিনথা, গ্লুকোজ, সাইক্লোজেস্ট, এক্সেলন, জিমার, কনাকিওন ইনজেকশন, নলভাডেক্স, সেলাজোপ্রাইন, ইলিডেল, প্যানাডল ইত্যাদি।
অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে মেসার্স বিক্রমপুর ড্রাগস এর মালিক দেলোয়ার হোসেনকে দুই লাখ টাকা, মেসার্স শাওন ড্রাগ স্টোর এর মালিক শাহনেওয়াজকে দুই লাখ টাকা, মেসার্স নোমান ড্রাগ হাউজ এর মালিক নজরুল ইসলামকে আড়াই লাখ, মেসার্স বাশার ড্রাগ হাউজ এর মালিক বাশার মিয়াকে দেড় লাখ, মেসার্স সুলতান ড্রাগ স্টোর এর মালিক মামরুল খানকে এক লাখ, মেসার্স টুম্পা ড্রাগস হাউজ এর মালিক আব্দুল কাদেরকে এক লাখ এবং মেসার্স শাকিল ড্রাগ স্টোর এর মালিক শাহজাহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ হোসেন, ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর প্রমুখ।
বাংলাদেশ সময় ২৩০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
পিএম/আরআইএস/এসআই