ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় রফিকুল্লাহ (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রফিকুল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলার মৃত মহিবুল্লাহর ছেলে। তিনি গেন্ডারিয়ার একটি ছয়তলা বাড়ির চারতলায় ভাড়া থেকে সূত্রাপুরে অবস্থিত অনুপম গাইডের গোডাউনে কাজ করতেন।
তার ভাই মফিজুল্লাহ জানান, রাত ১০টার দিকে কারো ফোন কল পেয়ে ভাড়া বাসার ছাদে যান রফিকুল্লাহ। বেশ কিছুক্ষণ পরও তিনি না ফেরায় তাকে ডাকতে পরিবারের সদস্যরা ছাদে যান। এসময় পাশের একটি দোতলা বাড়ির ছাদে রফিকুল্লাহকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ অবস্থায় রফিকুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কীভাবে তার মৃত্যু হলো বুঝতে পারছি না।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রফিকুল্লাহর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসআই