‘পাজির পা-ঝাড়া’ বলে একটা কথা আছে বাংলায়। দুষ্টের শিরোমণি বা স্বভাব-ইবলিশ টাইপের ছেলেপুলেদের জন্য কথাটির ব্যবহার করা হয়।
এবার মানবসন্তান নয়, খোঁজ পাওয়া গেছে এক বজ্জাত বেড়ালের। অপকর্ম করেও দিব্যি এমন ভাব করে থাকে, দেখে মনে হয় নিতান্তই নিরীহ গোবেচারা সে!
মগি (moggie) নামের পোষা এই বেড়াল বাড়ির ছোট্ট একটি বাচ্চার সঙ্গে দুষ্টুমি করে যায়। ঘরে বাচ্চাটার হাঁটাচলার পথের পাশে ঘাপটি মেরে বসে থাকে সে। বাচ্চাটা যখনই ওর সামনে দিয়ে যায়, তখনই সে বাচ্চাটার পায়ে থাবা মেরে মেঝেতে ফেলে দ্যায়। বাচ্চাটা কান্না জুড়ে দিয়ে ওর বাবা-মার কাছে বেড়ালটিকে দেখিয়ে নালিশ করে। তখন বেড়ালটি নিতান্ত গোবেচারার ভাব ধরে থাকে। এভাবেই বাচ্চাটার সঙ্গে বেড়ালটির দুষ্টুমি চলতে থাকে। পরে গোপন ভিডিওতে ধরা পড়ে বেড়ালের সব দুষ্টুমি।
দ্য মিরর পত্রিকা বেড়ালের দুষ্টুমির ভিডিওসহ একটি প্রতিবেদন ছেপেছে। দেখুন তাহলে ভিডিওটা। তবেই বুঝবেন কতোটা পাজি এই ‘বেড়াল তপস্বী’!
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএম/এসএইচ