রংপুর: পীরগাছায় এমপি’র স্বাক্ষর জাল করার অভিযোগে চৌধুরানী ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমানকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্শি এমপি’র স্বাক্ষর জাল করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অধ্যক্ষের বিরুদ্ধে নাশকতা ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পীরগাছা উপজেলার কুতুববাস গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমানকে চৌধুরানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওই মাদ্রাসার অধ্যক্ষ রংপুর-চার আসনের সরকার দলীয় এমপি টিপুর স্বাক্ষর জাল করে ডিও লেটার দিয়ে মাদ্রাসার কমিটি অনুমোদন করেন। এর প্রেক্ষিতে প্রতারণার মামলা করে দুদক। ওই মামলায় তাকে রাতে গ্রেফতার করা হয়।
রংপুরের পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআই