ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় শোকাবহ গণহত্যা দিবস শুক্রবার (০৪ নভেম্বর)। ১৯৭১ সালের এ দিনে ২৮ জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সেনারা।
ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, এ বছর গণহত্যা দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম বাংলানিউজকে জানান, জাতীয় দিবসগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কিন্তু গণহত্যা দিবসে কোনো কর্মসূচি নেওয়া হয় না। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/