ঢাকা: রাজধানীর মালিবাগ-রামপুরা ব্রিজ পর্যন্ত সিগন্যাল পয়েন্টগুলোতে প্রায়ই জটলা লেগে থাকে। সাপ্তাহিক ছুটির দিনেও দেখা গেছে একই চিত্র।
ফলে ছুটির দিনের ফাঁকা রাস্তাতেও সৃষ্টি হচ্ছে জটলা। আর গাড়ির চাপ কম থাকায় নেই দীর্ঘ যানজট। এসব অনিয়মের কারণে সৃষ্টি হওয়া জটলাতে ট্রাফিক পুলিশদের অনেকটা নিষ্কৃয় ভূমিকাই পালন করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী ও গাজীপুরগামী গাড়িগুলো রাস্তার উভয় পাশে একেবারে রাস্তার মাঝখানেই থামানো হচ্ছে। গাড়ি থামিয়ে চলছে যাত্রী উঠানোর হাঁকডাক। রাস্তার মাঝখানেই উঠানো-নামানো চলছে যাত্রীদের। এর ফলে সহজেই পেছনে সৃষ্টি হচ্ছে জটলা।
ইউলুপের ব্যবহার করে যেখান দিয়ে গাড়িগুলো নামবে বা উঠবে সেখানেই থামিয়ে রাখা হচ্ছে অন্য গাড়ি। যার ফলে ইউলুপ ব্যবহারে বাধা সৃষ্টি হচ্ছে।
গাড়ি কম তাই সিগন্যাল মানামানিতেও নেই কড়াকড়ি। সিগন্যালের মাঝামাঝিতে বিভিন্ন গাড়ি যে যার মতো থামানো, যাত্রী উঠানো, ইউটার্ন নিতে দেখা গেছে।
আর সামনে ফাঁকা রাস্তা হলেও গাড়িগুলো এমনভাবে থামানো হয়, পেছনের গাড়ি ইচ্ছে করলে ওভারটেক করতে পারে না। এর ফলে প্রাইভেটকারগুলোও বাধ্য হয়ে আটকে থাকতে দেখা গেছে।
শুক্রবার দিনেও ফাঁকা রাস্তায় আটকে থেকে যাত্রীদের অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। তুরাগ গাড়ির যাত্রী আফসান বাংলানিউজকে জানান, শুক্রবার বলে পুরো রাস্তাতেই যেখানে খুশি গাড়ি থামানো হচ্ছে। তাড়াতাড়ি যাওয়ার বদলে মনে হচ্ছে সেই অন্যান্য দিনের মতোই সময় লাগবে।
আর গাড়ি চালকদের ভাষ্য, ছুটির দিন তাই যাত্রী কম। আর সেজন্যই যাত্রীর জন্য অপেক্ষা করছেন তারা।
এ সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের এক্ষেত্রে অনেকটাই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। বেশ আয়েশিভাবেই রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন তারা।
নাম প্রকাশ না করা শর্তে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেন, শুক্রবার গাড়ির চাপ কম, তাই যানজট নেই। সেজন্য গাড়িগুলো যে যার মতো থামায়, যাত্রী উঠায়। এতে কোনো সমস্যা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
পিএম/এসএইচ