রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার সহ প্রকৌশলী আসাদুজ্জামান আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে হাটিপাড়া এলাকার খাবার হোটেলের মালিক ফারুক মিয়াকে তিন হাজার, আব্দুল মান্নানকে ১০ হাজার, আশিকুল্লাহ মিয়াকে এক লাখ, কর্ণগোপ এলাকার আব্দুল বারেককে তিন হাজার ও করিম মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
এছাড়া তাৎক্ষণিকভাবে ওই পাঁচটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার, উপ-ব্যবস্থাপক মশিউর রহমান, উপ সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ পলাশ, রাইজার টিম সুপার ভাইজার ইসমাইল হোসেন, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, সুলতান আহাম্মেদ ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/