মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী-ধানগৌরী গ্রামের নববধূ ও মানিকগঞ্জ মহিলা কলেজের ছাত্রী রিতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ধানকোড়া ইউনিয়নের কৈট্টা গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ধানকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, ধানকোড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান এলমেছ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, রিতার বাবা গোবিন্দ চন্দ্র সূত্রধরসহ প্রমুখ।
এসময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রিতার স্বামী প্রদীপ সূত্রধরকে গ্রেফতার করে দ্রুত তার ফাঁসির দাবি জানান।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ রেখে পালিয়ে যায় রিতার স্বামী প্রদীপ সূত্রধর ও তার পরিবারের সদস্যরা।
পরে ঘিওর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/আরএ