ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সোহাগ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার (০৭ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।
নিহতের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, মরহুম সোহাগ আলী কর্তব্যপরায়নতা আর দেশপ্রেমের যে উদহারণ রেখে গেছেন তা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুঞ্জয়ী এ বীরের নাম মানুষের হৃদয়ে সোনার হরফে লেখা থাকবে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তায় সোহাগ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএ/