পিরোজপুর: পিরোজপুরের নেছারাবদ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় সমুদয়কাঠি ইউনিয়নের মুক্তাহার গ্রাম সংলগ্ন গাবখান চ্যানেলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মুক্তাহার গ্রামের গাবখান চ্যানেলে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যুবকটির বয়স আনুমানিক ২৫/৩০ বছরের মধ্যে। তার পরনে গেঞ্জি, গলায় পৈতা ছিলো। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি/পিসি