আশুলিয়া, সাভার: আশুলিয়ায় একই স্থানে মাইক্রোবাস চাপায় ফিরোজ মিয়া নামে এক নিরাপত্তা কর্মী ও অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে ও শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ সেলকো সিকিউরিটি গার্ড লিমিটেডের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তবে ফিরোজের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর বাংলানিউজকে জানান, দুপুরে সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ম্যাইক্রোবাস ফিরোজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, আধঘণ্টার ব্যবধানে একই স্থানে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে করে এক আরোহী ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর বাসস্ট্যান্ডে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ