বরিশাল: প্রতারণার মাধ্যমে অর্থ-আত্মসাতের মামলায় বরিশালে গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি তাদের ২৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-গ্রামীণ ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও একই শাখার কর্মকর্তা শাহ আলম।
এদের মধ্যে দেলোয়ার যশোরের ছাতিয়াল তলা এলাকার জয়নাল আবেদীন দফাদারের ছেলে এবং শাহ আলম বাগেরহাটের চালিতাবুনিয়া এলাকার হাতেম আলী পাহলানের ছেলে। আসামিরা বর্তমানে পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী হারুণ-অর-রশীদ এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ওই দুই কর্মকর্তা ২০১১ সালের ১০ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত দায়িত্বকালীন সময়ে ৯ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ৭ বছরের দ্বিগুণ আমানত হিসেবে ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেই সময়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী কাজী বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
দুদকের অপর তৎকালীন সহকারী পরিচালক বাহাদুর আলম ২০১৪ সালের ১৪ অক্টোবর আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এজি/এসআই