ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরিচ্যুতির প্রতিবাদে মুন্সীগঞ্জে অবস্থান ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
চাকরিচ্যুতির প্রতিবাদে মুন্সীগঞ্জে অবস্থান ধর্মঘট

মুন্সীগঞ্জ: বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদে কর্মরতদের চাকরি থেকে ছাটাই বন্ধ করা, নিয়োগ প্রক্রিয়া চালু ও নিয়মিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিসি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মিটার রিডার ম্যাসেঞ্জার সমিতির কর্মচারীরা ডিসি অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়।
 
মুন্সীগঞ্জ মিটার রিডার ম্যাসেঞ্জার সমিতির জয়দেব মণ্ডল জানান, বাংলাদেশে প্রায় ২০ হাজার কর্মচারীর এখন চাকরি নেই। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জার সমিতির মেয়াদকাল ৯ ও ৩ বছর। কিন্তু মুন্সীগঞ্জে নিয়ম অমান্য করে আগেই আমাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলাতে ২শ’ জন কর্মচারীর এখন চাকরি নেই। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন কর্মরত কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।