মেহেরপুর: মেহেরপুরে আট বোতল ফেনসিডিল ও ৫০ কেজি ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী শহড়াতলা গ্রামের সবজিপাড়া মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শহড়াতলা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুস সাত্তার জানান, দুপুরে শহড়াতলা গ্রামের সবজিপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও কীটনাশক উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/পিসি