ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
পটুয়াখালীতে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালীতে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের দরবার হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজেন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের সভাপত্বিতে কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।