টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকা থেকে ১৬৫০ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সার্জেন্ট ওয়ালিদের নেতৃত্বে পুলিশের একটি দল জোকারচর এলাকায় অভিযান চালায়। এ সময় বানেশ্বর থেকে ঢাকাগামী একটি ট্রাক থামাতে বললে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে সাতটি বস্তায় রাখা ১৬৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের থাকা মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/এসআই