টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর থেকে শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজছাত্র ও আবদুল গফুর মোল্লা ওরফে খাজু মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খাদ্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) সকাল ও দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
শাকিল উপজেলার কালিয়ান গ্রামের শাজাহানের ছেলে ও খাজু মিয়া একই উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, খাজু মিয়া সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টার দিকে খাজুর ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্টার পোল্ট্রি ফিড’ এর কর্মচারী দোকান খুলেই ভেতরে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় খাজুর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে নিজ বাড়ির শোবার ঘর থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় কলেজছাত্র শাকিল আহমেদের মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, দুইজনের মৃত্যুই রহস্যজনক। এ কারণে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ