ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুবিতে নানা আয়োজনে শেষ হলো লোক প্রশাসন উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
কুবিতে নানা আয়োজনে শেষ হলো লোক প্রশাসন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি, কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে লোক প্রশাসন উৎসব-২০১৬।

 

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সমাপনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ।

বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

১ নভেম্বর লোক প্রশাসন বিভাগের সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক মাসুদা কামালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, সহ-সভাপতি প্রভাষক জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক অনিক মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।