ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল ও ঝালকাঠিতে মাদক বিরোধী প্রচারাভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বরিশাল ও ঝালকাঠিতে মাদক বিরোধী প্রচারাভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ও ঝালকাঠিতে মাদক বিরোধী প্রচারাভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

এ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) সকালে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বিভিন্ন পরিবহনে মাদকের ভয়াবহতা সম্বলিত স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

এসময় মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, ঝালকাঠিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।