হবিগঞ্জ: কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দু’পাড়ের ফসলি জমি ও গাছপালা তলিয়ে গিয়ে খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে।
সোমবার ( ৭ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বেড়ে দু’পাড়ের ময়লা-আবর্জনা স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আশপাশের কলা গাছ বাগান ও ফসলি জমি তলিয়ে গেছে।
স্থানীয় সচেতন মহলের ধারণা, টানা বৃষ্টিপাতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নিম্নচাপের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আরো পানি বৃদ্ধি পেলে শহরের নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. পাভেল বাংলানিউজকে জানান, নিম্নচাপের প্রভাবে খোয়াই নদীর পানি বেড়ে সোমবার দুপুর পর্যন্ত বিপদ সীমার ১৫০ সেন্টিমিটার অর্থাৎ ১.৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে পানি কমার সম্ভাবনা রয়েছে।
তারা আরো জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধির বিষয়টি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ