ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ভোলায় গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে ভোলায় বিভিন্ন গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ ক‍ার্যক্রমের আয়োজনে করে।

ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বাংলানিউজকে জানান, মানুষ যাতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় এজন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গত দুই মাসে জেলায় ১৪০টি মাদক মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।