ঢাকা: রাজধানীর দক্ষিণখানে মো. রিয়াজ হাসান (১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিয়াজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হবিবুর রহমানের ছেলে।
সোমবার (০৭ নভেম্বর) সকালে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক ২৮০ নম্বর বাড়ির পাঁচতলা ভবনের নিচতলা থেকে রিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ময়না তদন্তের মরদেহ জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজেডএস/আরআইএস/এমজেএফ/