ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৮ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৪৬৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এই পুলিশ কমিশনার।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসটি/এমজেএফ