ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাফিকের অভিযানে ১০ ল‍াখ টাকা জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
রাজধানীতে ট্রাফিকের অভিযানে ১০ ল‍াখ টাকা জরিমানা আদায়

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ লাখ টাকা জরিমানা আদায় করে পুলিশ।

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ লাখ টাকা জরিমানা আদায় করে পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার ট্রাফিক বিভাগের অভিযানে ৩,৬৩৭ টি মামলা ও ১০,৭১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৪১টি গাড়ি ডাম্পিং ও ৪০৬টি গাড়ি রেকারও করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ট্রাফিক সূত্রের বরাতে জানান সহকারী পুলিশ কমিশনার।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।