কুড়িগ্রাম: কুড়িগ্রামে লাখ টাকার হিরোইনসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এরা হলেন- রাজশাহী জেলার চারঘাট থানার মৃত তছির উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৮) ও কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুন্নবী আলী (২৪)।
এর আগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজার সংলগ্ন আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) রায়হান আহম্মেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ