ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে চোর সন্দেহে ট্রাকসহ আটক ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ধুনটে চোর সন্দেহে ট্রাকসহ আটক ৩

বগুড়ার ধুনট উপজেলায় চোর সন্দেহে ট্রাকসহ চালক ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চোর সন্দেহে ট্রাকসহ চালক ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর-খাটিয়ামারি রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-গাজীপুরের জয়দেবপুর থানার ডাইগেরছালা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাবিকুল ইসলাম (২৬), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাড়াসাদুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলুল হক (৩৫) ও গাজীপুরের বালিয়াড়ি গ্রামের বাকু মণ্ডলের ছেলে মিনহাজ উদ্দিন (৩৮)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, একটি ট্রাক ধুনট উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহল পুলিশ ট্রাকের চালক রাবিকুল এবং তার দুই সহযোগী ফজলুল ও মিনহাজকে জিজ্ঞাসাবাদ করলে তারা একেকজন একেক রকম কথা বলেন। তারা চুরির উদ্দেশে ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। এসময় তাদের ট্রাকটিও জব্দ করা হয়।

কোনো অপরাধের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।