ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কেরানীগঞ্জে ২২২ পিস ইয়াবাসহ মো. সাইদ (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ২২২ পিস ইয়াবাসহ মো. সাইদ (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকার হাজী কামালের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কেএম সাইদুজ্জামান বাচ্চু বাংলানিউজকে জানান, বন্দ নজরগঞ্জ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ২২২ পিস ইয়াবাসহ সাইদকে আটক করা হয়।

এ ঘটনায় সাইদকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।