ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ময়মনসিংহে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহে এক হাজার ৫শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবির ওরফে বাবু (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ: ময়মনসিংহে এক হাজার ৫শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবির ওরফে বাবু (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৭ নভেম্বর (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্থানীয় শেওড়া মুন্সিবাড়ী এলাকা থেকে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে এক হাজার ৫শ’ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৩’শ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা এ অভিযানের নেতৃত্ব দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।