ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে মাদক ব্যবসায়ী-জুয়াড়িকে জরিমানা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সাভারে মাদক ব্যবসায়ী-জুয়াড়িকে জরিমানা 

সাভারে এক মাদক ব্যবসায়ী ও পাঁচ জুয়াড়িকে নগদ মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাভার (ঢাকা): সাভারে এক মাদক ব্যবসায়ী ও পাঁচ জুয়াড়িকে নগদ মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের আদালতে তাদের এ জরিমানা দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাভারের জামসিং এলাকার মাদক ব্যবসায়ী রাশেদসহ (২৫) জুয়াড়ি সাইদুল (২৮), সোহেল (৩০), শাহিন (৩২), আবুল কাসেম (৩০) ও মিরাজ (৩১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার রাতে প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগে জামসিং এলাকা থেকে তাদেরকে আটক করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এএসআই জহিরুল ইসলাম। পরে মঙ্গলবার তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আদালত শুনানি শেষে এ জরিমানা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রাশেদকে পাঁচ হাজার টাকা এবং অন্যদের বিভিন্ন হারে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।